সোমবার, ০৮ মে, ২০১৭, ০১:৪৩:৩৫

প্রকৃত মানুষ হতে বিশ্ববিদ্যালয় ডিগ্রির দরকার হয় না: ঢাবি উপাচার্য

প্রকৃত মানুষ হতে বিশ্ববিদ্যালয় ডিগ্রির দরকার হয় না: ঢাবি উপাচার্য

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, আমরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিচ্ছি অথচ আমাদের মাঝে সততা নেই। অন্যদিকে প্রকৃত মানুষ হতে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির দরকার হয় না।

গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ৬ষ্ঠ জাতীয় সুফি সম্মেলন-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বিশ্ব শান্তির পথ-সুফিবাদ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দু’দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে মাইজভান্ডারী একাডেমি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির ইমেরিটাস প্রফেসর ড. এম শমসের আলী, সুফিতাত্ত্বিক গবেষক ড. সেলিম জাহাঙ্গির, ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. কাউসার মোস্তফা আবুল উলায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলালউদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এফ এম এনায়েত হোসেন, গবেষক ডা. এ এন এম এ মোমিন প্রমুখ।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে