সোমবার, ০৮ মে, ২০১৭, ১০:২১:৫৪

প্রেমিকার সামনে গায়ে আগুন: অময়েই চলে গেল প্রাণোচ্ছ্বল ছেলেটা!

প্রেমিকার সামনে গায়ে আগুন: অময়েই চলে গেল প্রাণোচ্ছ্বল ছেলেটা!

ঢাকা: রাজধানীর সোবহানবাগে প্রেমিকার সামনেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টাকারী সুমন কুমার পাল (২৬) মারা গেছেন।   ২২ এপ্রিল  শনিবার সন্ধ্যা ৬টার দিকে ডেন্টাল কলেজ ছাত্রাবাসের পাশে এই ঘটনা ঘটেছে। গুরুতর অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে মোহাম্মদপুরের একটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার মারা যায়। যশোর জেলার অভয়নগর, পূর্বনলিশিয়া, স্বপন কুমার পালের সন্তান সুমন। বর্তমানে ধানমন্ডির তল্লাবাগের একটি মেসে থাকতেন তিনি।

সুমনের মৃত্যুকে কেউই সহজভাবে নিতে পারছে না। এইতো পহেলা বৈশাখে বর্ষবরণের প্রস্তুতিতে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বন্ধুদের সাথে সারারাত রাস্তায় আল্পনা করেন। রাত জেগে বিভিন্ন মুহূর্তের ছবি ফেসবুকে আপলোড করেন। আর সেই ছেলেটিই নেই? বন্ধুরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না সুমনের এই চলে যাওয়াকে।

তানিশা রিজা নামের এক বন্ধু লিখেছেন, 'কাজটা একটুও ঠিক করোস নাই দোস্ত, অনেক কষ্ট পাইছি। তুই এই কাজটা করবি টোটালি আন এক্সপেক্টেড ছিল। '  

জানা গেছে, ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রীর সঙ্গে সুমনের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কে টানাপোড়নের কারণে শনিবার বিকেলে সুমন ওই ছাত্রীকে ডেকে ডেন্টাল কলেজ হোস্টেলের পাশে ডেকে আনেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সুমন নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।   কেরোসিনের আগুনে দগ্ধ সুমন বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটের ডিউটি ডাক্তার ফাহমিদা জানান, শ্বাসনালীসহ তার শরীরের ৩৬ শতাংশ পুড়ে গিয়েছিল।

সুমনের ঘনিষ্ঠসূত্রে জানা যায়, পরে তাকে এলিফ্যান্ট রোডের জেনারেল মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই রবিবার সন্ধ্যায় সুমন মারা যান।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে