ঢাকা: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী আফরিদা আহমেদ (২০) নিহত হয়েছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সোমবার বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেটকারে গুলশানে বাড়ি ফিরছিলেন আফরিদা। পেছন থেকে একটি মিনিবাস আফরিদার গাড়িকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় তাকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিকেলে গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ লাশবাহী গাড়িতে তোলার সময় নিহত আফরিদার মা হেলেনাকে থামানো যাচ্ছিল না। বারবার মূর্ছা যাচ্ছিলেন আফরিদা মা। বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন, 'ওকে কবর দিও না, ও একা অন্ধকার কবরে থাকতে পারবে না। তোমরা আমার ফুলের মতো মেয়েকে মাটি চাপা দিও না। '
এসময় সহপাঠী, উপস্থিত কেউই চোখের জল ধরে রাখতে পারছিলেন না। সবাই অশ্রুশিক্ত হয়ে পড়ছিলেন।
জানাজায় স্বজনদের সঙ্গে মেয়র আনিসুল হকসহ নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী এবং স্বজনেরা অংশ নেয়। পরে তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়। নিহত আফরিদা আহমেদ নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা বেনজির আহমেদ নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস