শনিবার, ১৩ মে, ২০১৭, ০১:৫৮:৫৫

ওই রাতে আপত্তিকর কিছু ঘটেনি: রেইনট্রি কর্তৃপক্ষ

ওই রাতে আপত্তিকর কিছু ঘটেনি: রেইনট্রি কর্তৃপক্ষ

ঢাকা: রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে নিয়ে  ওই রাতে আপত্তিকর কোনও কিছু ঘটেনি বলে দাবি করেছেন দ্যা রেইনট্রি হোটেল কর্তৃপক্ষ। তারা বলছেন, ঘটনার রাতে হোটেলের স্ক্যানার মেশিন অকার্যকর থাকায় কোনও ব্যক্তি মদ নিয়ে হোটেলে ঢুকেছিলো কি না তা শনাক্ত করা সম্ভব হয় নি।

শনিবার হোটেলের জেনারেল ম্যানেজার ও ইন্টার্নাল অপারেশন এক্সিকিউটিভ ফারজান আরা রিমি এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

ঘটনার দিনের কথা উল্লেখ করে তিনি বলেন, সেদিন (২৮ মার্চ) অস্ত্র ফ্রন্ট ডেস্কে জমা দিয়ে হোটেলে প্রবেশ করেছিল সাফাত, সাদমান ও নাঈমরা।

“রেইনট্রি হোটেলের প্রতিটি রুম সাউন্ডপ্রুফ। রুমের মধ্যে যদি কেউ চিৎকার করলেও তো বাইরে থেকে শোনার উপায় নেই।”

প্রাণনাশসহ বিভিন্ন হুমকি উপেক্ষা করে ঘটনার একমাসের বেশি দিন পর ওই দুই তরুণী ৪ মে বনানী থানায়  মামলা করতে যান। তবে থানা পুলিশ মামলা না নিয়ে তাদেরকে হয়রানী করে বলে অভিযোগ ওঠার ৪৮ ঘণ্টা পর ৬ মে ওই অভিযোগ লিপিবদ্ধ করে।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে