রবিবার, ১৪ মে, ২০১৭, ১০:৩৫:৪০

জামায়াতের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চান মান্না

জামায়াতের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চান মান্না

ঢাকা : স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামীকে নিয়েই বিএনপি চলবে কি না জানতে চেয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। খালেদা জিয়া ঘোষিত ভিশন ২০৩০ এর যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গ থাকা উচিত ছিল বলেও মনে করেন তিনি।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি ঘোষিত ভিশন-২০৩০ শীর্ষক এক গোল টেবিল আলোচনায় তিনি একথা বলেন। ‘সেন্টার ফর ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল রিসার্চ স্টাডি’ এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। ব্যারিস্টার পারভেজ আহমেদ গোলটেবিল সঞ্চালন করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভিশন- ২০৩০ ঘোষণায় বলেছেন বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে এবং মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট যাবতীয় কর্মকান্ডকে যথাযথভাবে সম্মান ও গুরুত্ব দেওয়া হবে। প্রশ্ন থেকে যায়- যদি বিএনপি আগামী দিনে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় সেক্ষেত্রে বাংলাদেশ জামায়াত ইসলামীর কি হবে? রাজনৈতিক জোটে থাকা জামায়াত ইসলাম তো থাকবেই? যাদের এখন যুদ্ধাপরাধের সাথে জড়িত থাকার অপরাধে বিচার করা হচ্ছে। তিনি (খালেদা) এ বিষয়টি স্পষ্ট করেননি।

মান্না বলেন, আওয়ামী লীগ ২০২১ সালকে টার্গেট করে ভিশন ঘোষণা করে ছিল তখন বলেছিলাম ভালো হয়েছে। সম্প্রতি বিএনপির পক্ষ থেকে ২০৩০ টার্গেট করে ভিশন ঘোষণা করা হয়েছে। এটা ভালো দিক অন্তত এই মর্মে যে, দেশের প্রধান দুটো বড় রাজনৈতিক দল নিজ থেকে জবাবদিহিতার ক্ষেত্র তৈরি করছেন। তবে ভিশন ঘোষণা করায় খালেদা জিয়াকে ভিশনারী নেতা বলতে পারবো কিনা তা বিবেচনা করতে হবে।
১৪ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে