নিউজ ডেস্ক: গুলশানের সুবাস্তু টাওয়ারের সিলগালা করা আপন জুয়েলার্সের শোরুমে অভিযান শুরু করেছেন শুল্ক গোয়েন্দারা। সোমবার বিকেল ৩টার দিকে গুলশান ২ নম্বরের এ শোরুমে অভিযান শুরু হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুর রহমানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়েছে।
সাইফুর রহমান বলেন, রোববার গুলশানের ওই এলাকার ছুটির দিন ছিল। ফলে আপন জয়েলার্সের ওই শোরুমটি সিলগালা করে দেয়া হয়। সেদিন অভিযান চালানো সম্ভব হয়নি।
তিনি বলেন, আজ জুয়েলার্স সমিতিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে আবারো অভিযান শুরু হয়।
এর আগে রোববার রাজধানীতে আপন জুয়েলার্সের ৫ শাখায় অভিযান চালান শুল্ক গোয়েন্দারা।
রোববার রাজধানীর গুলশান, উত্তরা, মৌচাক, সীমান্ত স্কয়ারের শোরুমে অভিযান চালানো হয়।
ওইদিন সিলগালা করা হয় সুবাস্ত টাওয়ারের শোরুম।
অভিযানে ঢাকা উত্তর ও দক্ষিণ ভ্যাটের কর্মকর্তা ও র্যাবের কর্মকর্তারা রয়েছেন।
গেলো ২৮ মার্চ সাফাত আহমেদ ও নাঈম আশরাফ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২ তরুণীকে জন্মদিনের দাওয়াত দিয়ে বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি হোটেলে নিয়ে নির্যাতন করেন। পরে ৬ মে বনানী থানায় মামলা করেন ওই দুই তরুণী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে নির্যাতন করে সাফাত ও নাঈম। এ ঘটনা সাফাতের গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিও করানো হয় বলেও উল্লেখ করা হয় এজাহারে।
অভিযুক্ত ২ নির্যাতকের মধ্যে একজন আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেনের ছেলে সাফাত আহমেদ। তাদের নামে ‘ডার্টি মানি’র তথ্য গণমাধ্যমে প্রকাশের পর শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে শুল্ক গোয়েন্দারা বাংলাদেশ ব্যাংকের কাছে তাদের আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য তলব করেছে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস