নিউজ ডেস্ক: উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেছে, এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।
এই বিবৃতিতে আরও বলা হয় যে, বাংলাদেশ শান্তি ও স্থিতিশীলতার প্রতি বদ্ধপরিকর। বাংলাদেশ ওই অঞ্চলে এবং তার বাইরে উত্তেজনার সৃষ্টি করতে পারে এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানায়।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস