মঙ্গলবার, ১৬ মে, ২০১৭, ০৭:১০:০৪

'আমাকে রিমান্ড দিবেন না, খবর পেলে আমার ৯০ বছরের মা মরে যাবে'

'আমাকে রিমান্ড দিবেন না, খবর পেলে আমার ৯০ বছরের মা মরে যাবে'

নিউজ ডেস্ক: পেটানো হবে-এ কথা বলে রিমান্ডে না দিতে আদালতে আকুতি-মিনতি করেছেন বনানীতে দুই তরুণী নির্যাতন মামলার আসামি সাফাত আহমেদের দেহরক্ষী রহমত আলী।  তিনি বলেন, এই খবর পেয়ে তার ৯০ বছরের মা মরে যাবে।  তবে বিচারক তাকে বলেছেন, কেউ তাকে মারবে না।  আর নির্দোষ হলে তিনি ন্যায়বিচার পাবেন।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম লস্কার সোহেল রানার আদালতে এই ঘটনা ঘটে।  গত ২৮ মার্চ বনানীর হোটেল রেইন ট্রিতে দুই তরুণীকে নির্যাতনের অভিযোগ এনে ৬ মার্চ মামলা করার নয় দিন পর প্রধান আসামি সাফাতের গাড়িচালক বিল্লাল ও তার দেহরক্ষী রহমত আলী ধরা পড়েন।  পরদিনই তাদেরকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।  এই মামলায় রহমত আলীর নাম আবুল কালাম আযাদ দেয়া আছে।  তিনি নিজেকে এই নামেই পরিচয় দিতেন।

প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফকে এর আগেই গ্রেপ্তার করেছে পুলিশ।  তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।  এই মামলার দ্বিতীয় আসামি নাঈম আশরাফ এখনও গ্রেপ্তার হননি।

আগের রাতে গ্রেপ্তার সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমতকে আদালতে তোলার পর পরই রহমত তাকে রিমান্ডে না দিতে আকুতি মিনতি জানাতে থাকেন।

এই মামলায় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু, অতিরিক্ত পিপি তাপস কুমার পাল এবং বাদীপক্ষে মহিলা আইনজীবী সমিতির আইনজীবী ফাহমিদা আক্তার রিংকি এবং রাজধানী মানবাধিকার সংস্থার আইনজীবী সৈয়দ নাজমুল হুদা রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে