ঢাকা : বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে নির্যাতনের মামলার আসামি সাফাতের গাড়িচালক বিল্লালের তিন দিনের ও বডিগার্ড রহমত আলীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানার আদালত এ আদেশ দেন। এর আগে বিল্লাল ও রহমতকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। সোমবার রাতে রাজধানীর গুলশান ও পুরান ঢাকার নবাবপুর থেকে এ দুজনকে র্যাব ও পুলিশ গ্রেফতার করে।
রাত ৮টার দিকে র্যাব-১০ এর একটি দল নবাবপুরের একটি আবাসিক হোটেল থেকে গাড়িচালক বিল্লালকে এবং এর মাত্র ২০ মিনিটের মধ্যে ডিবি পুলিশ গুলশান ১ নম্বর সার্কেল থেকে বডিগার্ড রহমত আলীকে গ্রেফতার করে। তবে বডিগার্ড হিসেবে যোগদানের সময় রহমত তার প্রকৃত নাম গোপন করে আবুল কালাম আজাদ পরিচয় দেয়।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে