মঙ্গলবার, ১৬ মে, ২০১৭, ০৭:৪০:২৭

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে নির্যাতন; গাড়িচালক ৩ দিন ও বডিগার্ডের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে নির্যাতন; গাড়িচালক ৩ দিন ও বডিগার্ডের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ঢাকা : বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে নির্যাতনের মামলার আসামি সাফাতের গাড়িচালক বিল্লালের তিন দিনের ও বডিগার্ড রহমত আলীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানার আদালত এ আদেশ দেন।  এর আগে বিল্লাল ও রহমতকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। সোমবার রাতে রাজধানীর গুলশান ও পুরান ঢাকার নবাবপুর থেকে এ দুজনকে র‌্যাব ও পুলিশ গ্রেফতার করে।

 রাত ৮টার দিকে র‌্যাব-১০ এর একটি দল নবাবপুরের একটি আবাসিক হোটেল থেকে গাড়িচালক বিল্লালকে এবং এর মাত্র ২০ মিনিটের মধ্যে ডিবি পুলিশ গুলশান ১ নম্বর সার্কেল থেকে বডিগার্ড রহমত আলীকে গ্রেফতার করে।  তবে বডিগার্ড হিসেবে যোগদানের সময় রহমত তার প্রকৃত নাম গোপন করে আবুল কালাম আজাদ পরিচয় দেয়।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে