বুধবার, ১৭ মে, ২০১৭, ০৮:৪২:৫৫

আমাকে গ্রেফতার করলে সবাইকে জেলে যেতে হবে : দিলদার

আমাকে গ্রেফতার করলে সবাইকে জেলে যেতে হবে : দিলদার

নিউজ ডেস্ক: নিজেদের জুয়েলারি ব্যবসা ‘বৈধ’ দাবি করে বনানীর হোটেলে দুই তরুণী নির্যাতনে অভিযুক্ত সাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদ বলেছেন, ‘এটা আমাদের বৈধ ব্যবসা। আমাকে যদি ডার্টি মানি ও স্বর্ণ চোরাচালানের জন্য গ্রেফতার করা হয়, তাহলে কোনো স্বর্ণ ব্যবসায়ী বাইরে থাকবে না। সবাইকে জেলে যেতে হবে।’

বুধবার শুল্ক গোয়েন্দা কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

বনানীর নির্যাতনে অভিযুক্ত ছেলের পক্ষে বক্তব্য দিয়ে বিতর্কিত দিলদার আহমেদ বলেন, ‘৪০ বছর ধরে সততার সঙ্গে ব্যবসা করে আসছি। কোনো অবৈধ জিনিস (স্বর্ণ-হীরা) আমাদের দোকানে নাই। তবে শুল্ক গোয়েন্দার অধিকার রয়েছে আমাদের দোকান সার্চ করার। তারা আমাদের স্বর্ণ ও ডায়মন্ড জব্দ করেছে। আমরা পেপার্স শো করব।’

সাংবাদিকদের অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি যেভাবে ব্যবসা করছি, সারা বাংলাদেশে সেভাবে ব্যবসা চলছে। এরপরও যদি আমার স্বর্ণের দোকান বন্ধ করা হয় তবে সারাদেশের সকল দোকান বন্ধ করে দিতে হবে।’

অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে না পারার বিষয়ে তিনি বলেন, ‘তাৎক্ষণিকভাবে কেউ কী আর কাগজপত্র দেখাতে পারে? গত পাঁচ বছর ধরে কোনো স্বর্ণ আমদানি নেই। একটা ব্যবসা চললে তার নীতিমালা থাকা উচিত। কিন্তু বাংলাদেশে আমরা কোনো নীতিমালা করতে পারিনি।’

‘আমরাও আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, কথা হয়েছে জুয়েলারি সমিতির সঙ্গেও। সবার সঙ্গে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব,’ যোগ করেন দিলদার।

সম্প্রতি বনানীর হোটেলে দুই তরুণী নির্যাতনের অভিযোগে দিলদার আহমেদের ছেলেসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরপর ছেলের পক্ষে সাফাই গাইতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন আপন জুয়েলার্সের এই মালিক।

এ ঘটনার পর গত ১৪ মে রাজধানীতে আপন জুয়েলার্সের সব ক’টি শাখায় অভিযান চালায় শু্ল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ সময় বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরার অলঙ্কার জব্দ করা হয়। তবে এসব অলঙ্কারের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আপন জুয়েলার্স কর্তৃপক্ষ।

আর এসব অলঙ্কার জব্দের দু’দিন পর দিলদার আহমেদসহ আপন জুয়েলার্সের মালিকদের ডেকে পাঠায় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে