নিউজ ডেস্ক: শুল্ক গোয়েন্দারা যে কাগজপত্র চেয়েছেন তা জমা দেয়ার জন্য ১৫ দিন সময় চেয়েছেন আপন জুয়েলার্স কর্তৃপক্ষ। বুধবার বিকালে কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ তথ্য জানান আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ।
এ সময় অন্য দুই মালিক আজাদ আহমেদ ও গুলজার আহমেদও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, শুল্ক গোয়েন্দারা তাদের কাজ করছেন। তারা আমাদের কাছে যেসব ডকুমেন্টস চেয়েছেন আমরা সেগুলো জমা দেয়ার জন্য পনেরো দিন সময় চেয়েছি।
দিলদার বলেন, আপন জুয়েলার্স ৪০ বছরের প্রতিষ্ঠান। আমাদের অবৈধ কোন মাল নেই। সব কিছুরই বৈধ কাগজপত্র আছে, সেগুলো জমা দেয়াটা সময়ের ব্যাপার। অন্যান্যরা যেভাবে ব্যবসা করছে, আমরাও একইভাবে ব্যবসা করছি। সুতরাং আপন জুয়েলার্স বন্ধ করতে হলে সারা বাংলাদেশের জুয়েলার্স বন্ধ করতে হবে।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস