শুক্রবার, ১৯ মে, ২০১৭, ০৭:২৭:৩৯

শুধু এক সপ্তাহ সময় দিলাম: মেয়র

শুধু এক সপ্তাহ সময় দিলাম: মেয়র

নিউজ ডেস্ক: জনগণের রাস্তায় কারো ‘নো পার্কিং’ লেখা দেখতে চাই না। শুধু এক সপ্তাহ সময় দিলাম। বললেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

শুক্রবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের কর্মশালায় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ঢাকার রাস্তায় বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে নো পার্কিং জোন দেখা থাকে। এর মাধ্যমে তারা সড়কের বেশকিছু অংশ দখল করে রাখেন।

তিনি বলেন, জনগণের রাস্তায় এখন থেকে আর কোনো নো পার্কিং জোন লেখা দেখতে চাই না। আমরা এক সপ্তাহের মধ্যে এসব উচ্ছেদ করব। জনগণের রাস্তা তাদের জন্য খুলে দেয়া হবে।

আনিসুল হক বলেন, তিন মাস আগেও বিভিন্ন দূতাবাসের সামনের রাস্তায় মানুষ চলতে পারত না। আমরা সেগুলো উদ্ধার করেছি। এখন নগরবাসী শান্তিতে পথ চলতে পারে।

ক্ষোভ প্রকাশ করে মেয়র বলেন, কয়েকদিন আগে দেখলাম জি-ফোর নামের একটি সিকিউরিটি প্রতিষ্ঠান রাস্তার ওপর নো পার্কিং লিখে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। এটা কি তাদের নিজের রাস্তা?

জি-ফোরসহ সব প্রতিষ্ঠানের উদ্দেশে উত্তর সিটির মেয়র বলেন, জনগণের রাস্তায় আপনাদের ‘নো পার্কিং’ লেখা দেখতে চাই না। শুধু এক সপ্তাহ সময় দিলাম। জি-ফোর হোন বা বিদেশি প্রতিষ্ঠান হোন মানুষরে সড়ক মানুষেরই থাকবে।

কয়েকদিন আগে সৌদি দূতাবাসের সামনে গিয়ে দেখি সড়কের সামনে নো পার্কিং জোন লেখা। তাদের উদ্দেশে মেয়র বলেন, তোমাদের দেশের রাস্তা কি এভাবে থাকতে দেবে। নাগরিকদের হাঁটার পথ কি আটকে রাখতে পারবে? তাহলে অন্য দেশের সড়ক বন্ধ রাখো।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে