ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে শনিবার সকালে পুলিশের তল্লাশি অভিযান শুরু হয়েছে। পুলিশ বলছে, আদালতের নির্দেশনায় এ তল্লাশি অভিযান।
গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আদালতের নির্দেশনায় সকাল ৭টা ২০ মিনিটে গুলশান-বনানী থানা পুলিশ তল্লাশি কার্যক্রম শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘সকালে ম্যাডামের (খালেদা জিয়া) কার্যালয়ে পুলিশ ঢুকেছে। তবে কেন এবং কি কারণে ঢুকেছে আমরা তা জানি না।’
তল্লাশির খবর পেয়েই সেখানে ছুটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, অজ্ঞাতনামা জিডির ভিত্তিতে দলীয় কাউকে না জানিয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের এ তল্লাশি; তল্লাশি চালিয়ে সেখানে কিছু পাইনি পুলিশ।
শেষ খবর পর্যন্ত ওই কার্যালয়ের সামনের ৮৬ নম্বর সড়ক দিয়ে কাউকে যেতে দেয়া হচ্ছে না।
জানতে চেয়ে গুলশান থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। তিনি মাত্রই থানায় এসেছেন। তার আগে যিনি ডিউটিতে ছিলেন সে এ ব্যাপারে বলতে পারবে।
এরপর আগের ডিউটি অফিসারের বিষয়টি জানার চেষ্টা করা হলে ইভা আক্তার নামে এক কর্মকর্তা বলেন, আগের ডিউটি অভিসার নেই, নাস্তা করতে গেছেন।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস