ঢাকা : বহুল আলোচিত রাজধানীর বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে সম্ভ্রমহানীর শিকার দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নেপথ্য কারিগরদের খুঁজছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার আবদুল বাতেন বলেছেন, ছবি প্রকাশকারীদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি (আইসিটি) আইনে ব্যবস্থা নেওয়া হবে।
সম্ভ্রমহানীর শিকার দুই তরুণীর ছবি ফেসবুকে প্রকাশের মাধ্যমে যারা তাদের হেয় করার চেষ্টা করছে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন।
শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবির যুগ্ম-কমিশনার আবদুল বাতেন বলেন, যারা ভুক্তভোগী দুই তরুণীর ছবি প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করা হবে। যারা এমনটা করেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটকে অবহিত করা হবে।
আবদুল বাতেন বলেন, বনানীর সম্ভ্রমহানীর মামলার দুজন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শনিবার সাফাতের ড্রাইভার বিল্লালের রিমান্ড শেষ হলে, তাকে আদালতে হাজির করা হবে। অন্যদিকে রবিবার দেহরক্ষী রহমতের রিমান্ড শেষে আদালতে তোলা হবে। আদালত থেকে দুই তরুণীকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে। বিষয়টি ডিএমপির সাইবার ক্রাইম বিভাগকে অবহিত করা হবে।
ডিবির যুগ্ম-কমিশনার বলেন, স্পর্শকাতর এই ঘটনা সম্পর্কে আমরা মোটামুটি পরিষ্কার হয়েছি। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আদালত থেকে দুই তরুণীকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে।
নাঈম আশরাফের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নাঈমের রিমান্ড চলছে, তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না, তবে ঘটনা সম্পর্কে আমরা পুরোপুরিই পরিষ্কার হয়েছি। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
২১ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস