রবিবার, ২১ মে, ২০১৭, ০৩:০০:২৬

বকেয়া বেতনের দাবিতে সাইফুরসের প্রধান কার্যালয় ঘেরাও

বকেয়া বেতনের দাবিতে সাইফুরসের প্রধান কার্যালয় ঘেরাও

নিউজ ডেস্ক: প্রায় সাড়ে চারশ’ শিক্ষকের ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ সেন্টার সাইফুরসের প্রধান কার্যালয় ঘেরাও করা হয়। শনিবার সকাল ১০টায় পান্থপথের গ্রিন রোডের ১৫১/৭ গুডলাক সেন্টারের চতুর্থ তলায় প্রতিষ্ঠানটির চেয়ারপারসন, ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাকে একটি কক্ষে প্রায় ৬ ঘণ্টা আটকে রাখা হয়। পরে পুলিশের উপস্থিতিতে ২৮ মে’র মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শিক্ষকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন। তবে বেতন পাওয়ার আগ পর্যন্ত (২৮ মে) শিক্ষকরা কাজে যোগদান করবেন না বলে জানিয়েছেন।

ওই শিক্ষকরা জানান, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সাইফুরসের ঢাকার ১৪টি ও ঢাকার বাইরের ২৪টি শাখার প্রায় সাড়ে চারশ’ শিক্ষকের বেতন বকেয়া রয়েছে। এর পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রায় ৩শ’ কর্মকর্তা-কর্মচারীকেও বেতন দেয়া হয়নি। বেতন চাইতে গেলে চেয়ারপারসন শামন তারা খান ডলি অপারগতা প্রকাশ করেন।

ডলি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান খানের চতুর্থ স্ত্রী। ডলির তৃতীয় স্বামী সাইফুর রহমান খান। ওই প্রতিষ্ঠানে ডলি যোগ দেয়ার পর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতনের প্রায় পৌনে দুই কোটি টাকা লুটপাট হয়েছে বলেও অভিযোগ করেন শিক্ষকরা।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে