রবিবার, ২১ মে, ২০১৭, ০৩:৫৪:১১

গোয়েন্দা তথ্যে খালেদার কার্যালয়ে তল্লাশি: ওবায়দুল কাদের

 গোয়েন্দা তথ্যে খালেদার কার্যালয়ে তল্লাশি: ওবায়দুল কাদের

ঢাকা: গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছে। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার ধানমন্ডিতে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে দলের সাংগঠনিক জেলার দপ্তর, উপদপ্তর ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেত্রীর কার্যালয়ে হঠাৎ কী কারণে তল্লাশি অভিযান শনিবার সে বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপির সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুলশান কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে।

তিনি বলেন, শনিবারের অভিযানের সঙ্গে বিএনপির মহাসচিব গণতন্ত্রের সম্পর্ক আবিষ্কার করেছেন। তারা যখন ক্ষমতায় ছিল তখন আমাদের পার্টি অফিসে দফায় দফায় হামলা হয়েছে। আমাদের গবেষণা সেল পিআরআই সিলগালা করা হয়েছিল।

শুধু তাই নয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের উপর নির্যাতন করা হয়েছিল। অফিস লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। এসব কি তারা ভুলে গেছে। তখন কি গণতন্ত্র সঠিক ছিল?

সড়কমন্ত্রী বলেন, ২০০৪ সালে বর্তমান প্রধানমন্ত্রী উপর গ্রেনেড হামলা হয়েছিল সেটা কী গণতন্ত্র ছিল? সেখানে আমাদের দলের আইভি রহমানসহ ২৩ জন মারা যান। সেটা তো রক্তাক্ত দৃষ্টান্ত ছিল। গণতন্ত্রের নামে অত্যাচার নির্যাতন করেছিলেন তারা।

শনিবার সকাল সাড়ে ৭টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ অবস্থান নেয়। এরপর সকাল সাড়ে ৮টায় ভেতরে প্রবেশ করে তল্লাশি শুরু করে। এক ঘণ্টারও বেশি সময় চালানো তল্লাশি অভিযানে কিছু না পেয়ে কার্যালয় ছেড়ে চলে যায় তারা।

এদিকে তল্লাশির খবর পেয়ে গুলশানের কার্যালয়ে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

এ সময় রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসনকে মানসিকভাবে বিপর্যস্ত করতে এবং তার মর্যাদাহানি করার জন্যই এই তল্লাশি চালানো হয়েছে। এটা গভীর ষড়যন্ত্রের অংশ।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে