শুক্রবার, ২৬ মে, ২০১৭, ০৩:৫৯:৫৮

সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত

সাভার থেকে: ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সিএনবি এলাকায় বাসের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান রানা (২২) ও মাইক্রোবায়োলজি বিভাগের আরাফাত (২২)। তারা ৪৩তম আবর্তনের ছাত্র ছিলেন।

সাভার মডেল থানার এসআই মেহেদী হাসান জানান, শুক্রবার ভোর ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছে সিঅ্যান্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

একটি বাসের ধাক্কায় তাদের বহনকারী অটোরিক্সাটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় বলে জানা গেছে। পুলিশ এখনও ঘাতক বাসটি চিহ্নিত করতে পারেনি।

নাজমুল ছিলেন আল-বেরুনী হলের আবাসিক ছাত্র। তিনি পাবনা সদর উপজেলার নূরপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। আরাফাতের বাড়ি নরসিংদী।

এসআই মেহেদী প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, “বৃহস্পতিবার রাতে তারা সাভারের কলমা এলাকায় তাবলীগের কাজে যান। শুক্রবার সকালে অটোরিকশায় করে ক্যাম্পাসে ফিরছিলেন।

ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গৌতম ঘোষ নাজমুলকে মৃত ঘোষণা করেন।

আর লাইফ সাপোর্টে রাখা আরাফাত বেলা ১২টার দিকে মারা যান বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে