শনিবার, ২৭ মে, ২০১৭, ০৯:১০:১৪

চার মাসের শিশুর পেটে আরেক শিশু

চার মাসের শিশুর পেটে আরেক শিশু

ঢাকা : চার মাসের শিশুর পেটে আরেক শিশু। মেডিকেলের ভাষায় বলে ‘ফিটাস ইন ফিটু’। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগে এর অপারেশন হয়েছে।

এতে চার মাসের শিশুর পেট থেকে আরেক শিশুকে অপসারণ করা হয়েছে। পাঁচ ঘণ্টার সফল এ অপারেশন করেছেন বিএসএমএমইউর শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শংকর কুমার মণ্ডল। জানা গেছে, ওই শিশুর নাম সাইফ।

তার বাবার নাম মোজাম্মেল হোসেন মিলন। গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। অপারেশনের পর শিশুটি সুস্থ রয়েছে। বর্তমানে শিশুটি বিএসএমএমইউর সি ব্লকের পঞ্চম তলায় নন-পেইড ওয়ার্ডের ১০ নম্বর বেডে ভর্তি রয়েছে। ডা. শংকরের অধীনে চিকিৎসাধীন আছে শিশু সাইফ।

ডা. শংকর জানান, চার মাসের শিশুর তলপেট দুই মাস ধরে বড় হতে থাকে। গত দুই সপ্তাহে পেট এতটাই বড় হয়ে যায় যে, তা ফেটে যাওয়ার উপক্রম হয়। শিশুটির অসহায় ও দুশ্চিন্তাগ্রস্ত বাবা-মা তার শরণাপন্ন হন। বিভিন্ন পরীক্ষার পর শিশুর পেটে আরেকটি শিশুর অস্তিত্ব পাওয়া যায়। এ খবরটি বিস্ময়কর মনে হলেও এটা ঘটতেই পারে। যদিও এ ধরনের অসুখ বিরল, তবে এটা জন্মগত ত্রুটি। এর অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে