নিউজ ডেস্ক: বোমা নিষ্ক্রিয়কারী দল আসার কিছু সময় পর ঘিরে রাখা সাভারের জঙ্গি আস্তানায় বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মধ্যগন্ডা এলাকার ৬ তলা বাড়িটি ঘিরে অভিযান শুরু করে কাউন্টার টেররিজম ইউনিট। এর আগে বাড়িটির কাছাকাছি একটি বাড়িতে অভিযান চালালেও জঙ্গিরা তার আগেই পালিয়ে যায়। তবে সেখান থেকে বিস্ফোরক এবং জিহাদী বই উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থলে থাকা কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা বিস্ফোরণের শব্দ থেকে মনে করছেন, বাড়িটির ভেতরে বিস্ফোরক এবং একাধিক জঙ্গি সদস্য আত্মগোপনে আছে। শনিবার বেলা পৌনে ১১টায় বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে আসে।
৬ তলা বাড়িটির মালিক সৌদিপ্রবাসী আনোয়ার হোসেন নামক এক ব্যক্তি। বাড়িটির দোতলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। দোতলারই একটি ফ্ল্যাটে পাঁচ-ছয়জন তরুণ থাকে বলে জানা গেছে। আরেকটি ফ্ল্যাটে এক যুবক ও দুই নারী থাকেন। সিরাজুল নামের একজন কেয়ারটেকার বাড়িটির দেখাশোনা করেন।
ইতিমধ্যে ওই বাড়ির বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে বাড়িটিতে পানি ছোড়া হয়। এ ছাড়া ওই বাড়ির আশপাশ থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস