রবিবার, ২৮ মে, ২০১৭, ০৮:৩৬:৫৯

রমজানের প্রথম দিনে এতিমদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

রমজানের প্রথম দিনে এতিমদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

নিউজ ডেস্ক: পবিত্র মাহে রমজানের প্রথম দিনে এতিম ও উলামা-মাশায়েখদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে তাদের সঙ্গে ইফতারে অংশনেন তিনি।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, মাহে রমজানে এতিম-উলামা-মাশায়েখ, কূটনীতিক, পেশাজীবী, রাজনীতিবিদদের সন্মানে ইফতার পার্টির আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন।

ইফতার মাহফিলে মদিনাতুল উলুম মহিলা কামিল মাদ্রাসা, রহমতে আলম মিশন (তেজগাঁও), শান্তিনগর বাজার মসজিদ মাদ্রাসা ও এতিমখানা এবং ফকিরাপুল মাদ্রসা ও এতিমখানার প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

রবিবার সন্ধ্যা ৬.২৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইফতার মাহফিলে পৌঁছে মাদ্রাসা শিক্ষার্থীদের বেশ কয়েকটি টেবিল ঘুরে দেখেন এবং কুশলাদি বিনিময় করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ূম, আব্দুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক বাদরুজ্জামান খসরু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানী, জাতীয়তাবাদী ওলামা দল সভাপতি মাওলানা হাফেজ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা শাহ নেছারুল হক প্রমুখ ইফতার মাহফিলে অংশ নেন।

এছাড়াও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী, সোবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা শাহ ওয়ালী উল্লাহ, বাংলাদেশ মসজিদ মিশনের সাধারণ সম্পাদক ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, মীরের সরাই (চট্টগ্রাম) পীর সাহেব আলহাজ্ব মাওলানা আব্দুল মোমেন নাছেরী, মাদ্রাসা-ই-নূরীয়ার মোহাদ্দিস (কামরাঙ্গিচর) মাওলানা মুজিবর রহমান হামিদী ইফতারে অংশ নেন।

উল্লেখ্য, দ্বিতীয় দিন গুলশানের ওয়েস্টিন হোটেলে ঢাকায় অবস্থানরত মুসলিম দেশসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করবেন তিনি।

এছাড়া বসুন্ধরা কনভেনশন সেন্টারে ৩ জুন বিএনপির নেতাকর্মী, ৪ জুন পেশাজীবী এবং ৫ জুন রাজনীতিবিদদের সন্মানে ইফতার পার্টি আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে