ঢাকা: রাজধানীর বনানীতে আলোচিত রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের কোনো আলামত মেলেনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক সোহেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুরে পুলিশের কাছে ওই দুই তরুণীর ফরেনসিক টেস্টের (শারীরিক পরীক্ষা) রিপোর্ট হস্তাস্তর করেন সোহেল মাহমুদ।
এরআগে গত ৭ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দুই তরুণীর ফরেনসিক টেস্ট (শারীরিক পরীক্ষা) সম্পন্ন হয়। গত ২৮ মার্চ রাতে রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে ডেকে এনে শারীরিক নির্যাতন করা হয় ওই দুই তরুণীকে।
৪০ দিন পর ৬ মে বনানী থানায় মামলা করেন দুই তরুণী। ওই মামলায় সাফাত আহমেদ, নাঈম আশরাফ, বিল্লাল হোসেন, সাদনান ও সাকিফ গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
এমটিনিউজ২৪/এম.জে