সোমবার, ০৫ জুন, ২০১৭, ১২:৫৪:০৭

যে পাঁচ কারণে সাজা কমিয়ে ঐশীকে যাবজ্জীবন

যে পাঁচ কারণে সাজা কমিয়ে ঐশীকে যাবজ্জীবন

নিউজ ডেস্ক:  পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে তাদের মেয়ে মৃ্ত্যুদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা কমিয়ে ৫ হাজার টাকা করা হয়েছে।  

আজ সোমবার ঐশীর ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

দণ্ড কমানোর কারণ সম্পর্কে ব্যাখ্যায় আদালত বলেন, পাঁচটি কারণে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে তাদের মেয়ে ঐশী রহমানের শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন হাইকোর্ট।  

এক-হত্যাকাণ্ডের সময় ঐশী মাদকাসক্ত ছিলেন। এবং ১৪ বছর বয়স থেকেই সে শিশা,  ইয়াবা, গাঁজা, ফেনসিডিল এসব নেশাজাতীয় দ্রব্য সেবন করত।

দুই-ঐশী বংশগতভাবে মানসিক রোগী। তাঁর চাচা- দাদী , খালা অনেকের মাঝেই মানসিক রোগলক্ষণ আছে যা তার মাঝেও ছোটবেলা থেকে বিদ্যমান।

তিন-হত্যাকাণ্ডের ঘটনার দ্বিতীয় দিনের মাথায় তিনি আত্মসমর্পন করেছেন। এতে বোঝা যায় তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

চার-ঘটনার সময় তাঁর বয়স ছিল ১৯ বছর। এই বয়সের একটি সন্তানকে তাঁর বাবা-মা যথাযথ দেখভাল করেননি। ফলে ঐশী ছোটবেলা থেকেই বেপরোয়া হয়ে উঠেছিলেন।

পাঁচ-ঐশীর বাবা-মা দুইজনেই সন্তানের লালনপালন বিষয়ে উদাসীন ছিলেন। যে কারণে ছোটবেলা থেকেই সে স্নেহবঞ্চিত হয়ে বেপরোয়া হয়ে ওঠে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে