বুধবার, ০৭ জুন, ২০১৭, ০১:০৬:১৪

ঢাকায় আসছেন ভারতের অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রী

ঢাকায় আসছেন ভারতের অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রী

ঢাকা : ভারতের অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী অরুন জেটলি ঢাকা আসছেন। আগামী ২রা-৪ঠা জুলাই মন্ত্রীর সফরটি হতে পারে বলে দিল্লির তরফে সবুজ সংকেত পাওয়ার পর এটি বাস্তবায়নে প্রস্তুতি শুরু করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিশেষ আমন্ত্রণে আসছেন অরুন জেটলি। বাংলাদেশে এটি তার প্রথম সফর হতে যাচ্ছে। গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফর করেছেন। সরকার প্রধানের ওই সফরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিরক্ষা, জ্বালানি, যোগাযোগ-কানেকটিভিটি ও উন্নয়ন খাতে ৩৫টি ডকুমেন্ট এবং একটি যৌথ ঘোষণা সই হয়।

হাই-প্রোফাইল ওই সফরের পর ভারতের প্রভাবশালী কোনো মন্ত্রীর এটাই হবে ঢাকায় প্রথম সফর। সঙ্গত কারণেই সফরটি তাৎপর্যপূর্ণ। কর্মকর্তারা আশা করছেন, অর্থ ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ দু’টি দপ্তরের দায়িত্বে থাকা ওই রাজনীতিকের সফরে দুই দেশের মীমাংসিত এবং অমীমাংসিত অনেক বিষয়ই আলোচনায় আসবে।

কর্মকর্তারা এ-ও বলছেন, চলতি বছরের সূচনা থেকেই জেটলির সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে। গত ফেব্রুয়ারি ও মার্চে দু’দফা তার ঢাকা সফরের তারিখ প্রস্তাব করা হয়েছিল। কিন্তু উভয়ের সুবিধাজনক না হওয়ায় সেই সময়ে সফরটি বাস্তবায়িত হয়নি। এবার উভয়ের সুবিধাজনক তারিখই প্রস্তাব করা হয়েছে। দিল্লির তরফে প্রস্তাবনাটি এসেছে, ঢাকা তাৎক্ষণিক এতে সায় দিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চাইছেন অরুন জেটলিকে ঢাকার বাইরে একটি এলাকায় নিতে যেতে, যেখানে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়ন চিত্র দেখানো যায়। আর এ জন্যই তাকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জেটলির ঢাকার বাইরের কর্মসূচিটি এখনো ঠিক হয়নি। সফর ঘনিয়ে আসলে তা হয়তো চূড়ান্ত হবে। তবে সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও অর্থমন্ত্রী এএমএ মুহিত এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তার বৈঠকের বিষয়টি প্রায় নিশ্চিত। এমজমিন

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে