নিউজ ডেস্ক: শিশু সন্তান নিয়ে রাজধানীর রাস্তায় ভিক্ষুক নিত্য নৈমিত্তিক বিষয়। কিন্তু বাড্ডায় এক শিশু কোলে অন্ধ ভিক্ষুকের ছবি সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি করেছে, অনেকে সন্দেহ করছেন শিশুটিকে অপহরণ করে ভিক্ষাবৃত্তির কাজে ব্যবহৃত হচ্ছে।
একটি অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক মাহাবুর আলম সোহাগ ছবিটি তুলে ফেসবুকে প্রথমে পোস্ট করেন। তিনিই তার পোস্টে ধারণা জ্ঞাপন করেছেন শিশুটিকে অপহরণ করা হয়েছে। তিনি পোস্টের ক্যাপশনে লিখেন, ছবিটি ৩টা ২০ মিনিটে (মঙ্গলবার) মধ্যবাড্ডা প্রাণ আরএলএল সেন্টারের সামনে থেকে তোলা। শিশুটির সঙ্গে ভিক্ষুকের অনেক অমিল। স্কুল ব্যাগ, ছাতা ও ছেলেটির শারীরিক গঠনও কোনোভাবেই ওই ভিক্ষুকের সঙ্গে যাচ্ছে না। অনুমান : হয়তো ছেলেটিকে চুরি অথবা অপহরণ করা হয়েছে।
এছাড়া পরবর্তীতে পোস্টের কমেন্টেও তিনি লিখেন, অনেক আগে শুনেছিলাম যেসব বাচ্চাকে বাবা-মা ডে-কেয়ার সেন্টারে রেখে অফিস করেন।
তাদের বাচ্চাদের নিয়ে ভিক্ষাবৃত্তিতে নামেন সেখানকার কিছু অসাধু কর্মচারী। আর তার এই ছবির জেরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকে প্রশ্ন করেছেন তার এই সন্দেহ হলে ছবি তোলার সময়ে ওই ভিক্ষুককে কেন চ্যালেঞ্জ করলেন না তিনি।-ইত্তেফাক
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস