বুধবার, ০৭ জুন, ২০১৭, ০৫:১৪:০১

আপন জুয়েলার্সের স্বর্ণ ফেরত দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আপন জুয়েলার্সের স্বর্ণ ফেরত দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিউজ ডেস্ক: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপন জুয়েলার্স স্বর্ণ ফেরত না দিলে ১১ জুন থেকে সারা দেশে সকল স্বর্ণ ব্যবসা সংগঠন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার বিকালে বাইতুল মোকাররম মসজিদ মার্কেটে বাজুস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সমিতির সহ-সভাপতি এনামুল হক খান।

তিনি আরও বলেন, দাবি আদায় না হলে চলতি মাসের ১২ তারিখ স্বর্ণ ব্যবসায়ীরা পদযাত্রার মাধ্যমে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর কাছে সচিবালয়ে স্মারকলিপি দেওয়া হবে। এছাড়া আগামী ১৫ জুন মহাসমাবেশেরও ঘোষণা দেন সমিতির এই নেতা।

এনামুল হক খান বলেন, ‘আপন জুয়েলার্স যে উপায়ে স্বর্ণ সংগ্রহ করেছে আমাদের সব স্বর্ণ ব্যবসায়ীরা একই উপায়ে স্বর্ণ সংগ্রহ করেছে। কাল আমাদেরকেও যদি একইভাবে হেনস্তা করা হয় তাহলে আমরা কোথায় যাব, প্রশ্ন রাখেন তিনি।

সংবাদ সম্মেলেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান প্রতিদিনই সংবাদ মাধ্যমকে ডেকে স্বর্ণ ব্যবসায়ীদের জড়িয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেন এনামুল হক। তিনি বলেন, এতে করে সাধারণ ক্রেতারা এখন আর স্বর্ণ অলঙ্কার কিনতে আসছে না। তারা আতঙ্কিত হচ্ছেন। এর ফলে এ খাতের সাথে জড়িত ২৮ লাখ পরিবার ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই আমরা তার অপসারণ চাচ্ছি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে