বৃহস্পতিবার, ০৮ জুন, ২০১৭, ১০:৪৩:৩১

অবশেষে উচ্ছেদ হলেন মওদুদ, বাড়ি সিলগালা

অবশেষে উচ্ছেদ হলেন মওদুদ, বাড়ি সিলগালা

ঢাকা: অবশেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপ রাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদকে গুলশান এভিনিউর ১৫৯ নম্বর বাড়ি থেকে চূড়ান্তভাবে উচ্ছেদ করা হয়েছে। ৭ জুন বুধবার দিবাগত রাত ২টা ২৮ মিনিটে বাড়িটি রাজউকের নিয়ন্ত্রনে সিলগালা করার মাধ্যমে ১৪ ঘণ্টা ব্যাপী উচ্ছেদ অভিযান সমাপ্ত হয়।

এর আগে মওদুদ আহমদ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন ৪ জুন রোববার খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। উচ্চ এই আদালতে রায়ের পরিপ্রেক্ষিতে ৭ জুন বুধবার বাড়িটির দখল নিতে দুপুরে অভিযান শুরু করে রাজউক। নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমানের নেতৃত্বে অভিযানের শুরুতেই বাড়িটির গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থাসহ বিপুল সংখ্যক পুলিশ, দু’টি জলকামান, কয়েকটি প্রিজনভ্যান, সাঁজোয়া যান ও রাজউকের বুলডোজার প্রস্তুত রাখা হয়।

বাড়ি থেকে উচ্ছেদের খবর পেয়ে ছুটে আসেন মওদুদ আহমদ। এক পর্যায়ে তিনি গেটের সামনে অবস্থান নিলে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান তাকে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। পরে গেট থেকে সরে পাশে অবস্থান নেয় মওদুদ।

মওদুদ আহমদ বলেন, মূল কথা হলো আমি রাজনীতি করি। বর্তমানে বিরোধী দলে আছি বলে এই অবস্থা। বিরোধী দলে না থাকলে এমন হতো না। ৩৬ বছর ধরে আমি এই বাড়িতে আছি। আমি এখন নিরুপায়। তাছাড়া পেশি শক্তির সঙ্গে আমার কী করার আছে?

তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযান না চালানোর আবেদন জানিয়ে গতকাল একটি মামলা (নম্বর-৫৬১) করেছিলাম। আদালত রাজউককে একটি সমনও জারি করেছেন। এর মধ্যেই এই অভিযান চালানো হলো।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে