বৃহস্পতিবার, ০৮ জুন, ২০১৭, ০৪:১৫:০১

'মওদুদের বাড়িটি' নিয়ে যে সিদ্ধান্ত হতে পারে

'মওদুদের বাড়িটি' নিয়ে যে সিদ্ধান্ত হতে পারে

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ১৫৯ নম্বর বাড়িটি আপাতত সিলগালা অবস্থায় পুলিশ পাহারায় থাকছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে রাজউকের আইন অনুযায়ী বাড়িটি নিলামে বিক্রি করে দেওয়া, সরকারি প্রতিষ্ঠানকে দান, প্লট বা ফ্ল্যাট তৈরি করে বরাদ্দ অথবা রাজউকের দখলেও রাখা হতে পারে। রাজউক নিজের কাজেও বাড়িটি ব্যবহার করতে পারে। রাজউকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এ বাড়ি নিয়ে কী করা হবে জানতে চাইলে রাজউকের সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আসমাউল হোসেন বলেন, ‘আপাতত বাড়িটি সিলগালা অবস্থায় পুলিশের হেফাজতে থাকবে। আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে বৈঠক হবে। বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আসলে আমরাও এখনও বাড়িটির বিষয়ে বিস্তারিত জানি না।’

এদিকে, আদালতের রায়ে বুধবার (৮ জুন) গুলশান-২ এর ওই বাড়িটিতে উচ্ছেদ চালিয়ে দখলে নেয় রাজউক। এরপর থেকে সেখানে কয়েকজন পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সেখানে রাজউক থেকে স্থায়ীভাবে আনসার সদস্য মোতায়েনের প্রক্রিয়াও চলছে।

আনসার মোতায়েন না হওয়া পর্যন্ত ওই বাড়িতে যাতে সার্বক্ষণিক পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয় সে বিষয়ে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে একটি চিঠি দিয়েছে রাজউক। বুধবার রাতে ওই চিঠিটি পাঠানো হয়।

রাজউক সচিব সুশান্ত চাকমা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল আপিল নং-৮১/২০১৪ ও ৮৩/২০১৪ এর রায়ের আলোকে রাজউকের মালিকানাধীন গুলশান আবাসিক এলাকার প্লট নং-৬, ব্লক নং-এনডব্লিউ (এইচ), ১৫৯ গুলশান এভিনিউস্থ প্লটের দখল গ্রহণ করেছে। উক্ত প্লটে প্রহরার নিমিত্তে আনসার নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। আনসার নিয়োগ না হওয়া পর্যন্ত সার্বক্ষণিক পুলিশ প্রহরার ব্যবস্থা গ্রহণের নির্দেশের জন্য অনুরোধ করা হলো।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে