নিউজ ডেস্ক: হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে গত ৬ জুন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পুরান ঢাকার আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় হেফাজতে ইসলামের আমিরকে।
শনিবার (১০ জুন) সন্ধ্যায় ঢাকা মহানগর হেফাজতের সেক্রেটারি মাওলানা আবুল হাসনাত আমিনী বলেন, ‘আল্লামা আহমদ শফী আগের চেয়ে ভালো আছেন। গত কয়েকদিনের চেয়ে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তার।’
হেফাজত আমিরের ব্যক্তিগত সচিব শফিউল আলম বলেন, ‘আল্লামা আহমদ শফী এখনও আইসিইউতেই আছেন। তবে আগের চেয়ে তার শারীরিক পরিস্থিতি ভালো। সবাইকে চিনতে পারছেন, কথাও বলছেন।
আজগর আলী হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. সরওয়ারে আলম এবং নিউরোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. নূরল হুদার তত্ত্বাবধানে রয়েছেন শাহ আহমদ শফী। বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা ছাড়া তার আশঙ্কাজনক কোনও রোগ নেই বলে জানিয়েছে আট সদস্যের মেডিক্যাল বোর্ড।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস