শনিবার, ২৪ জুন, ২০১৭, ০২:২৪:৪৮

ফাঁকা হয়ে যাচ্ছে রাজধানী ঢাকা

ফাঁকা হয়ে যাচ্ছে রাজধানী ঢাকা

ঢাকা: চাঁদ দেখা সাপেক্ষে সোমবার হতে পারে পবিত্র ঈদুল ফিতর। স্বজনদের সঙ্গে মিলেমিশে ঈদ করতে তাই রাজধানী ছেড়ে গ্রামে ছুটছেন মানুষ।

বৃহস্পতিবার সরকারি শেষ কর্মদিবস থাকায় শুক্রবার মধ্যরাত পর্যন্ত টার্মিনালগুলোতে ছিলো ঘর মুখো মানুষের উপচে পড়া ভিড়।

শনিবার সকাল থেকেই পাল্টে যায় ঢাকার স্বাভাবিক চিত্র। প্রতিদিনের ব্যস্ততম সড়কগুলো হয়ে যায় ফাঁকা। প্রতিদিনি যেখানে যেতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতো শনিবার সেই রাস্তা পার হতে লাগছে আধাঘণ্টা। আজকালের মধ্যে রাস্তা ফাঁকা হয়ে যাবে আরও।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, গেলো দুইদিনে প্রায় ২০ লাখ মানুষ রাজধানী ছেড়েছেন। যারা যেতে পারেননি তাদের কয়েক লাখ শনিবার ঢাকা ছাড়বেন। এ কারণে শুক্রবারই অনেকটা ফাঁকা হয়ে গেছে রাজধানী।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের আগে আর কোনো সরকারি অফিস নেই। সে হিসেবে বৃহস্পতিবারই ছিল ঈদের আগে শেষ অফিস।

নানা বিড়ম্বনা ও ভোগান্তি উপেক্ষা করে ওইদিন থেকেই ঢাকাবাসী ঘরমুখো ছুটেছেন, এখনও ছুটছেন। শুক্রবার রাজধানীর কমলাপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাসস্ট্যান্ড এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, এসব স্থানে শুধু মানুষ আর মানুষ। অপেক্ষা শেষে নির্ধারিত ট্রেন বা লঞ্চ আসতেই তাতে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়েন তারা।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে