বুধবার, ২৮ জুন, ২০১৭, ০১:৪৭:০৮

খালেদার সামনে বিকল্প কিছু নেই : বাণিজ্যমন্ত্রী

 খালেদার সামনে বিকল্প কিছু নেই : বাণিজ্যমন্ত্রী

ঢাকা: চালের দাম দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। ভিয়েতনাম থেকে সরকার চাল আমদানি করছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শিগগিরই এই চাল এসে যাবে এবং বাজারের চালের দাম স্বাভাবিক হবে।  বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদপরবর্তী মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আগামী নির্বাচন নিয়ে তোফায়েল আমহমেদ বলেন, সব গণতান্ত্রিক দেশেই যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশেও হবে এবং নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আর বর্তমান সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করে যাবে।

এর বাইরে সহায়ক সরকার বা অন্যকিছু করার সুযোগ নেই জানিয়ে ক্ষমতাসীন দলের এই নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নেবেন এটা নিশ্চিত। কারণ, খালেদার সামনে বিকল্প কিছু নেই।  

তিনি আরও বলেন, এবারের ঈদ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। বাজারম‍ূল্য সামগ্রিকভাবে নিয়ন্ত্রণে ছিল। চালের দাম দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। ইতিমধ্যে ১০ শতাংশ ট্যারিফ কমানো হয়েছে।  
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে