ঢাকা : রাজধানীর বনানীতে বাসায় ডেকে তরুণীকে নির্যাতনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত বাহাউদ্দিন ইভান। তবে এই প্রথম নয়, তার কাছে আগেও অনেক নারী সম্ভ্রম হারিয়েছেন। মূলত অবিবাহিত, ধনাঢ্য ব্যবসায়ী, বড় লোকের সন্তান, এমন নানা পরিচয়ে অল্প বয়সী নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতো সে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে সেই সব নারীদেরকে নির্যাতন করতো।
এসময় কৌশলে সেই দৃশ্যের ভিডিওচিত্র ধারণ করে জিম্মি করতো। তবে, গত মঙ্গলবার রাতে নির্যাতনের দায়ের এক তরুণী অভিনেত্রী বনানী থানায় মামলা দায়েরের পর আলোচনায় চলে আসে ইভান। শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় খালার বাড়ি থেকে ইভানকে গ্রেফতার করে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইভান নির্যাতনের বিষয়টি স্বীকার করেছেন। ২০০৫ সাল থেকেই তিনি মাদকাসক্ত। পরিবার দুইবার তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে। কিন্তু সেখান থেকে ফিরে তিনি আবারও মাদকে ঝুঁকে পড়েন। মাদক সেবনের পাশাপাশি তিনি নারী সংক্রান্ত অপকর্মে জড়ান।
তিনি আরও জানান, ইভানের এমন অপকর্মের কারণে ২০০৮ সালে অল্প বয়সেই পরিবার তাকে বিয়ে দিলেও বখাটে স্বভাবের পরিবর্তন হয়নি। তার ৫ ও ২ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। এরপরও তিনি নির্যাতনের মতো ঘটনায় জড়িয়েছেন। ইভান নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। তার কাছে নির্যাতনের একাধিক ভিডিও রয়েছে। র্যাব এগুলো উদ্ধারের চেষ্টা করছে বলেও তিনি জানান।
জানা গেছে, এর আগেও ইভান বিভিন্নভাবে বহু মেয়েকে ফাঁদে ফেলে নির্যাতন করেছে। এমনকি এসব কথা তার আত্মীয়স্বজনরাও জানে।
ইভান সম্পর্কে পুলিশ ও র্যাব প্রাথমকি তদন্তে জানতে পেরেছে, তার বাবা বোরহান উদ্দিন বেলাল একজন ব্যবসায়ী। টিভি অভিনেত্রীকে নির্যাতনের ছয় মাস আগে আরও এক নারীকে নির্যাতনের চেষ্টা করেন ইভান। এর আগে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক তরুণীকে বনানীর চেয়ারম্যান মাঠের পাশে নির্যাতনের চেষ্টা চালায় ইভান ও তার সহযোগীরা। স্থানীয় লোকজন তাদের ধরে গণধোলাই দিয়ে আটকে রাখে।
পরে ইভানের বাবা স্থানীয় কাউন্সিলর ও প্রভাবশালীদের সহায়তায় সন্তানকে সে যাত্রায় রক্ষা করেন। এরপরও নিজেকে শোধরায়নি ইভান। তার দুই স্ত্রী। বিভিন্ন সময়ে বনানী এলাকার রাস্তায় বখাটেপনার পাশাপাশি অসংখ্য তরুণীকে প্রতারণার ফাঁদে ফেলেছেন বলে অভিযোগ রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইভান নিজেকে অবিবাহিত দাবি করেছেন। পরিচয় দিয়েছেন আরজে ইভান নামে। লেখাপড়ায় উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হতে না পারলেও কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবার কখনো নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিতেন। এসব পরিচয় ব্যবহার করেই বিভিন্ন সময়ে তরুণীদের মিথ্যা প্রলোভেন ফাঁদে ফেলতেন। এর মধ্যে শুধু এই টিভি অভিনেত্রীই থানায় অভিযোগ দিলেন।
এমটিনিউজ২৪/টিটি/পিএস