আশুলিয়া থেকে: আশুলিয়ার নরসিংহপুরে একটি পোশাক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সোয়া ৯টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।
কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহমুদুল হক জানান, মেডলার অ্যাপারেল নামের ওই পোশাক কারখানার ৮ তলা ভবনের ৬ তলায় আগুন লাগে। খবর পেয়ে ১১ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
আশুলিয়ার থানার ওসি আব্দুল আওয়াল জানান, ওই কারখানার ৬ তলা ভবনে আগুন লাগার পর ৭ ও ৮ তলার বেশ কয়েক শ্রমিক ছাদে আশ্রয় নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর আশপাশে পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তারা আরও জানান, অগ্নিকাণ্ডের পর টঙ্গি- আশুলিয়া- ইপিজেড সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
০৮ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/প্রতিনিধি