বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭, ০১:২৪:২৭

শাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

 শাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিউজ ডেস্ক: পরীক্ষার তারিখ ঘোষণাসহ সাত দফা দাবিতে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গণমাধ্যমের খবরে জানা গেছে, সে সময় রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পুলিশ। এতে সাত শিক্ষার্থী আহত হয়েছে। আটক করা হয়েছে ছয় শিক্ষার্থীকে।

২০ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা। কিন্তু পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে বললে রাস্তায় মানববন্ধনের মতো করে দাঁড়িয়ে যান শিক্ষার্থীরা। সে সময় আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে ‘হইছে অনেক সময় ক্ষেপণ, শিগগিরই করতে হবে দাবি পূরণ’, ‘সেশনজটের প্রহসন, করতে হবে নিরসন’ দাবি সম্বলিত প্লে-কার্ড দেখা গেছে।

বেলা ১১টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীদের কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে চলে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। শিক্ষার্থীরা তখন পরীক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে পুলিশ তাদের দুইদিক থেকে ঘিরে ধরে। শিক্ষার্থীরা ব্যারিকেট ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা চালালে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পুলিশ। এতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় সাত শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) আজিমুল হক বলেন, ‘শুরু থেকেই শিক্ষার্থীদের শহীদ মিনার অথবা জাতীয় প্রেসক্লাব এলাকায় যেতে বলা হয়। তখন শিক্ষার্থীরা ১০ মিনিট সময় চান। কিন্তু তাদের আধঘণ্টা সময় দেওয়া হয়। এরপর একদল ‘উচ্ছৃঙ্খল শিক্ষার্থী’ শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করতে চাইছিলেন। এ জন্য তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাংলা কলেজ।

শিক্ষার্থীদের সাত দফা দাবি হলো- অধিভুক্ত হওয়া কলেজসমূহের ব্যাপারে নীতিমালা প্রণয়ন এবং প্রকাশ (একাডেমিক সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, প্রশ্নের ধরণ, প্রশ্নের মানবন্টন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কলেজসমূহের সম্পর্ক ইত্যাদি), সম্মান ২য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ভাইভা/ব্যবহারিক পরীক্ষা অতি অল্প সময়ের মধ্যে সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা।

এ ছাড়া সম্মান তৃতীয় বর্ষের এবং মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে গ্রহণ, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের ভর্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন করা, ৫ ডিগ্রির আটকে থাকা সব বর্ষের পরীক্ষা দ্রুত সম্পন্ন করা, অধিভুক্ত কলেজসমূহের সব তথ্য সংবলিত একটি ওয়েবসাইট তৈরি, শিক্ষার মান উন্নয়ন এবং সেশনজট নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির একটি পরিপত্র জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরপর এসব কলেজের ২ লক্ষাধিক শিক্ষার্থীকে ছাড়াই পরীক্ষা নেওয়াসহ যথারীতি কার্যক্রম চালু রেখেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ফলে বিপাকে পড়ে পরীক্ষা নেওয়াসহ কয়েকটি দাবিতে আন্দোলন করছেন এই সাত কলেজের শিক্ষার্থীরা।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের এবং ২০১১-২০১২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ায় এসব কলেজের সব বিভাগের শিক্ষার্থীদের ভাইভা/ব্যবহারিক পরীক্ষা এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কয়েক মাস আগে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের এবং ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীদের পরীক্ষা সম্পন্ন হলেও এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এসব পরীক্ষা গ্রহণের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে