নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক কারাগার থেকে নাশকতার চার মামলায় জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এসময় তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সনের নের্তৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে তা অব্যাহত থাকবে। এর অাগে গত মঙ্গলবার নাশকতার চার মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালে হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানায় এসব মামলা দায়ের করা হয়। চলতি মাসের ২ জুলাই নাশকতার কয়েক মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন ফারুক। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।
এমটিনিউজ২৪/টিটি/পিএস