সোমবার, ২৪ জুলাই, ২০১৭, ০১:৫৭:০৬

সেই তরুণীকে ফিরে পেতে ব্যাকুল মা-বাবা যা বললেন

সেই তরুণীকে ফিরে পেতে ব্যাকুল মা-বাবা যা বললেন

নিউজ ডেস্ক: বাবার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দিয়ে আলোড়ন সৃষ্টিকারী তরুণী ফারিয়া আহমেদকে ফিরে পেতে ব্যাকুল হয়েছেন তার বাবা-মা। এ ঘটনায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের একটি প্রতিবেদনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ জুলাই বাড়ি থেকে বের হয়ে আর না ফিরলেও ২১ জুলাই অজ্ঞাত জায়গা থেকে ভিডিওটি প্রকাশ করেন ফারিয়া। তাই মেয়েকে এই ভিডিও প্রকাশে বাধ্য করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মেয়েটির বাবা রেস্টুরেন্ট ব্যবসায়ী ফরিদউদ্দিন আহমেদ।

তিনি জানান, ফারিয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী। ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। এরপর ১৯ জুলাই থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

তবে মেয়ের অভিযোগের বিষয়ে তরুনীর বাবা বলেন, ‘এগুলো সবই মিথ্যা কথা, এগুলো আমার মেয়ের মনের কথা না। ওকে ভয়ভীতি দেখিয়ে চাপ প্রয়োগ করে বালানো হয়েছে।’

মেয়ে নানা অভিযোগ তুললেও সে দ্রুত বাসায় ফিরে আসুক, এমনটাই চান বাবা। ‘আমার সন্তান। আমার তো কষ্ট লাগে...’, বলে কেঁদে ফেলেন বাবা।

এদিকে, আট দিন ধরে মেয়েকে না পেয়ে পাগলপ্রায় মা মাকসুদা বেগম। কেঁদে কেঁদে তিনি বলেন, ‘শুধু বলতাম, মা তুমি খাও, খেয়ে স্বাস্থ্যটা ভালো কর আর রেজাল্টটা ভালো কর। এই দুটিই শুধু চাওয়া ছিল, আর কিছু চাওয়ার ছিল না।’

তবে মাঝে মাঝে মায়ের সঙ্গে রাগারাগি, অন্ধকার ঘরে দরজা-জানালা বন্ধ করে ঘণ্টা পর ঘণ্টা চুপচাপ থাকা এবং গভীর রাত পর্যন্ত জেগে থাকাকে মেয়ের অস্বাভাবিক আচরণ বলেই মনে হয়েছে তার পরিবারের।

নিখোঁজের পর থেকেই ফারিয়ার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে। তার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ধানমন্ডি এলাকায় হওয়ায় সেখান থেকেই নিখোঁজের আশঙ্কা করে ধানমন্ডি থানায় জিডি করেছে তার পরিবার। পুলিশ বলছে, তরুণীকে উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে, ‘আহমেদ ফারিয়া’ নামের একটি অ্যাকাউন্ট থেকে অভিযোগ এনে ওই তরুণীর প্রকাশ করা ভিডিওটি আজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ওই ভিডিও প্রসঙ্গে তার ভাই ইরফান উদ্দিন আহমেদ ‘আহমেদ ইরাম’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা ভিডিওটিও এখন ফেসবুক থেকে মুছে ফেলা হয়েছে।

তবে ফেসবুকে ভিডিও আপলোড করে ‘পিতার বিরুদ্ধে অমানুষিক নির্যাতনের’ অভিযোগকারী তরুণী আহমেদ ফারিয়া একজন আইনজীবীর সহায়তা নিয়েছেন।

২২ জুলাই শনিবার একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ তথ্য জানান। আইনজীবীর সাহায্য নেওয়ার কথা জানিয়ে ওই তরুণী ফেসবুকে লিখেছেন, ‘আপনাদের সকলের সহযোগিতা পাবার আশ্বাস আর পাশে এসে দাঁড়ানোতে আমি কিছু হলেও শক্তি পাচ্ছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমি ইতোমধ্যেই একজন আইনজীবীর সহায়তা গ্রহণ করেছি এবং আইনজীবী আমার বাসায় উকিল নোটিশ প্রেরণ করেছেন।’
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে