রবিবার, ৩০ জুলাই, ২০১৭, ১১:৪০:৪৬

জঙ্গি আস্তানা সন্দেহে আশুলিয়ায় গুদামে অভিযান

জঙ্গি আস্তানা সন্দেহে আশুলিয়ায় গুদামে অভিযান

ঢাকা: রাজধানীর সাভারের আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি গুদামে অভিযান চালিয়েছে র‌্যাব-১। এসময় কাউকে আটক করতে পারেনি তারা। তবে র‌্যাব দাবি করেছে, গুদাম থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

রবিবার ভোরে হারুন ইঞ্জিনিয়ার ওয়্যারহাউসে এ অভিযান চালানো হয়। র‌্যাব-১-এর কর্মকর্তা মেজর ইশতিয়াক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে গুদামটির উপর গোয়েন্দারা নজর রাখছিলো। আমাদের কাছে খবর ছিলো, গুদামের অন্তরালে হারুন নামে এক ব্যক্তি জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। আজ ভোরে অভিযান চালানো হয়েছে।

তিনি বলেন, কাউকে আটক করা হয়নি। গুদামের মালিক অভিযানের শুরুতে টের পেয়ে পালিয়ে গেছে। তবে গুদামের ভেতর থেকে জিহাদি বইসহ জঙ্গিবাদ সংশ্লিষ্ট বেশ কিছু আলামত পাওয়া গেছে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে