বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০১৭, ১২:০৯:২৪

মানবসেবার দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশ কর্মকর্তা আবদুল মোতালেব

    মানবসেবার দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশ কর্মকর্তা আবদুল মোতালেব

ঢাকা: গতকাল বিকাল আনুমানিক ৪ টা। সচিবালয়ের বিপরিত দিকে তোপখানা রোডের জনাকীর্ণ রাস্তার পাশ। প্রায় অজ্ঞান অবস্থায় অসাড় দেহ নিয়ে পড়ে আছে জরাজীর্ণ শরীরের একজন বয়স্ক ব্যক্তি। তা দেখে লোকটির দিকে দ্রুত ছুটে গেলেন টহলরত একজন পুলিশ কর্মকর্তা। আর স্থাপন করলেন মানবসেবার এক অনুকরণীয় দৃষ্টান্ত। নিজেকে যেন উৎসর্গ করলেন মানবতার কল্যাণে।

তিনি রাস্তায় পড়ে থাকা ব্যক্তিটিকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরে শোয়া থেকে উঠিয়ে উপুড় করে বসালেন আর তাকে সহায়তা করছেন অন্য একজন পুলিশ সদস্য। শরীরে লেগে থাকা ময়লা ধীরে ধীরে হাত দিয়ে ঝেড়ে পরিস্কার করলেন। দীর্ঘ সময়ধরে সতর্কতার সাথে পানি খাওয়ালেন। তারপর পাশের দোকান থেকে খাবার আনিয়ে পরম যত্নে নিজ হাতে খাইয়ে দিলেন তাকে।

এভাবে নিজের জাগতিক দায়িত্বকে আপাত: স্থগিত রেখে মানবতার কর্তব্য সম্পাদনে প্রায় দু’ঘন্টা ধরে নিজেকে ব্যস্ত রাখলেন তিনি। নানাভাবে সেবা করে পতিত লোকটিকে প্রায় সুস্থ করে তুললেন। লোকটির সুস্থতা দেখে তার অন্তরে যে আনন্দের বন্যা বইছিল তা তার মুখে ফুটে ওঠা প্রশান্তির হাসি দেখেই বোঝা যাচ্ছিল।

ঐ সময় রাস্তায় চলাচলরত শতশত মানুষ অতি আগ্রহের সাথে কিছুক্ষণের জন্য হলেও দাঁড়িয়ে এ দুর্লভ দৃশ্য প্রত্যক্ষ করছিলেন। অনেকে আবার নিজেদের মধ্যে নানারকম প্রশংসা সূচক বাক্য বিনিময় করলেন। একজন প্রত্যক্ষদর্শীকে বলতে শোনা যায়, ‘এত ভালো মানুষও তাহলে দেশে আছে, তাও আবার পুলিশে! আসলে তিনি পুলিশ বাহিনীর গর্ব’। মানিক নামে একজন পথচারি তার প্রতিক্রিয়ায় বললেন, ‘প্রতিটা মানুষ যদি এমন হতো, তাহলে দেশটা শান্তিতে ভরে যেতো’।

জানা যায়, উক্ত পুলিশ কর্মকর্তার নাম আবদুল মোতালেব। তিনি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন শাহবাগ মডেল থানায় পুলিশের উপ-পরিদর্শক হিসাবে কর্মরত আছেন। তিনি টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলাধীন রামাইল গ্রামের মো. রমিজ উদ্দিন শেখ’র পুত্র।

প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সবসময় দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করি আর তাতেই যেন আনন্দ খুঁজে পাই’।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে