নিউজ ডেস্ক: শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হওয়া এই অস্ত্রোপচারে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্লাস্টিক সার্জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নিচ্ছেন।
এদিকে মুক্তামনির সফল অপারেশন ও সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
ঢামেকের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনকে পাঠানো এক এসএমএস বার্তায় তিনি লিখেছেন, ‘আমি আমার বোনের জন্য দোয়া করবো’।
এরআগে শুক্রবার রাতে ডা. সামন্ত লাল সেন মুক্তামনির অপারেশনের কথা জানিয়ে মুশফিককে এসএমএস করেন।
ওই বার্তায় তিনি জানান, 'কাল মুক্তামনির প্রথম অস্ত্রোপচার। আমাদের জন্য দোয়া করবেন।'
ফিরতি এসএমএস-এ মুশফিক বলেন, 'ইনশাআল্লাহ, টিভিতে মুক্তামনির অস্ত্রোপচারের খবর দেখেছি। আমি আমার বোনের জন্য দোয়া করবো।'
এর আগে মুক্তামনি অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি হলে ক্রিকেটার মুশফিক তাকে দেখতে হাসপাতালে যান। এসময় মুক্তামনি তাকে দেখে বেশ খুশি হয়।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস