নিউজ ডেস্ক : হযরত শাহজালাল বিমানবন্দরের এক যাত্রীর কোমর থেকে মোট ২৫০টি স্বর্ণের বার (২৫ কেজি স্বর্ণ) জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। শনিবার রাতে এ ঘটনা ঘটে। মো. জামিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটে শনিবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় আসেন। মো. জামিল আক্তার নামে ওই যাত্রী রোগীর বেশে হুইল চেয়ারে বসেছিলেন।
এক ক্ষুদে বার্তায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, ইমিগ্রেশন শেষে বিমানবন্দরের গ্রিন চ্যানেল বের হওয়ার সময় হুইল চেয়ারে থাকা ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে কাস্টমস কর্মকর্তারা। পরে তার তল্লাশি নেয় কাস্টমসের কর্মকর্তারা। এ সময় কোমর থেকে ১০০ গ্রাম ওজনের ২৫০টি স্বর্ণের বার পাওয়া যায়।
জব্দকৃত স্বর্ণগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১২ কোটি টাকা। জামিল আক্তারের বিরুদ্ধে নিয়মিত ধারায় মামলা করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস।
এমটিনিউজ/এইচএস/কেএস