রবিবার, ০৬ আগস্ট, ২০১৭, ১০:০৭:৪৩

গোলাগুলি, আ'লীগ নেতা গুলিবিদ্ধ

 গোলাগুলি, আ'লীগ নেতা গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় আওয়ামী লীগ নেতাসহ দুইজন গুলিবিদ্ধ ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শনিবার রাতে আশুলিয়ার বেলমা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন (৬৫) ও ব্যবসায়ী ইনসান (৩৪)। তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে ব্যবসায়ী ইনসানের অবস্থা আশঙ্কাজনক। অন্যদেরও এখানেই ভর্তি করা হয়েছে বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসী জানায়, সাভার উপজেলা আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন ও আশুলিয়ার আড়াগাঁওয়ের দোকান ব্যবসায়ী তারেকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

শনিবার রাতে এর জের ধরে বেলমা এলাকায় তাদের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের গুলিতে কামাল উদ্দিন ও তারেকের সহযোগী ইনসান গুলিবিদ্ধ হয় এবং সংঘর্ষে আহত হয় অন্তত ১০ জন। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি বলে জানান ওসি।
এমটিনিউজ/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে