মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭, ১০:০০:১৪

১৫ হাজার মেয়ের ব্যক্তিগত ছবি মিলল ওদের কাছে

১৫ হাজার মেয়ের ব্যক্তিগত ছবি মিলল ওদের কাছে

নিউজ ডেস্ক : নারীদের ব্যক্তিগত তথ্য ফাঁসকারী একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুই ব্যক্তির কাছ থেকে শতাধিক নারীর প্রায় ১৫ হাজার ব্যক্তিগত ছবি উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেল ৪টায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানান র‍্যাব-৩ কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বেশ কিছুদিন ধরেই র‍্যাবের কাছে অভিযোগ আসে যে, একটি প্রতারক চক্র নারীদের ইমো অ্যাকাউন্ট ও মোবাইল ফোন থেকে ব্যক্তিগত তথ্য, ছবি হাতিয়ে নিয়েছে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিপুল পরিমাণ টাকা দাবি করছে।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে র‍্যাব। পরে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে মো. আলামিন শেখ ওরফে সবুজকে (২৬) গ্রেপ্তার করে। এর পর তাঁর দেওয়া তথ্যমতে সকালে গোপালগঞ্জ থেকে শাহাদত হোসেন ওরফে মধুকে (২৫) গ্রেপ্তার করা হয়।

তুহিন মোহাম্মদ মাসুদ আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধের কথা স্বীকার করেছে। তারা জানায়, সাধারণ তরুণ, তরুণী, প্রবাসী এবং উচ্চবিত্ত ব্যক্তিদের তারা টার্গেট করত। গ্রেপ্তার মধু দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার দিগননগর বাজারে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করত। এই দোকানে যারাই মোবাইল সার্ভিসিং করাতে আসত তাদেরই মোবাইল থেকে ব্যক্তিগত তথ্য, ছবি ও ইমো অ্যাকাউন্ট হাতিয়ে নিত মধু। এরপর সেগুলো দিত বন্ধু আলামিন শেখকে।

এরপর আলামিন শেখ সুকৌশলে ওই সব ইমো অ্যাকাউন্ট থেকে আরো অন্য ইমো অ্যাকাউন্ট হ্যাক করত। পরবর্তী সময়ে এসব ইমো অ্যাকাউন্ট থেকে তারা গোপন ছবি, অশ্লীল ছবি ও অন্যান্য তথ্য চুরি করে নিয়ে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করত।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছে থেকে একটি ল্যাপটপ, একটি কম্পিউটার, ৯টি মোবাইল ফোন, প্রচুর পর্ন ভিডিও এবং শতাধিক নারীর প্রায় ১৫ হাজার ব্যক্তিগত ছবি উদ্ধার করা হয়েছেও বলেও জানান তুহিন মোহাম্মদ মাসুদ।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে