ঢাকা : জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালের পুরনো ভবনে বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে ভবনের চারতলার একাশং ধসে পড়েছে। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
এসময় প্রায় ২০/২৫ রাউন্ড গুলির শব্দও পাওয়া যায়। এখন পরিস্থিতি থমথমে রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বর্তমানে ভবনের ধ্বংসস্তূপ পরিস্কারের কাজ করছেন।
সিটিটিসি সূত্র জানায়, হোটেলের মধ্যে থাকা ব্যক্তি ট্রলিবোমার বিস্ফোরণ ঘটিয়েছে। ১৫ আগস্টকে সামনে রেখে ৩২ নম্বরে হামলার উদ্দেশেই সে এখানে উঠেছিলো।
এর আগে সিটিটিসি’র একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছিল, হোটেলটির ভেতরে অন্তত একজন নব্য জেএমবির সদস্য রয়েছে। ওই সদস্য নব্য জেএমবির দক্ষিণাঞ্চলীয় কমান্ডার বলে ধারণা পুলিশের।
হোটেলের এক কর্মকর্তা জানান, ওই রুমে যে ছিলো সে গত তিনদিন আগে সেখানে উঠেছিলো। তবে তিনি তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় বিস্তারিত জানাতে পারেননি।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস