বুধবার, ১৬ আগস্ট, ২০১৭, ০৭:৫১:১০

বিমানবন্দরে ফেলে যাওয়া সেই শিশু অবশেষে পেল নতুন মা-বাবা!

বিমানবন্দরে ফেলে যাওয়া সেই শিশু অবশেষে পেল নতুন মা-বাবা!

ঢাকা : হজরত শাহজালাল বিমানবন্দরে ফেলে যাওয়া সেই ছোট্ট ফাতেমা পেল নতুন মা-বাবা।  আজ বুধবার ঢাকার শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান শিশু ফাতেমাকে এক দম্পতির জিম্মায় দিয়েছেন। 

ওই দম্পতি হলেন আইনজীবী সেলিনা আকতার ও বাবা ব্যবসায়ী মো. আলমগীর হোসেন। আগামী ২২ আগস্ট শিশুটিকে তাঁদের কাছে হস্তান্তর করা হবে।  তবে তার আগে শিশুটির নামে পাঁচ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, ৯ আগস্ট অবুঝ শিশু ফাতেমার ‘বৈধ অভিভাবকত্ব’ নির্ধারিত হওয়ার কথা থাকলেও বিচারক অসুস্থ থাকায় তা পিছিয়ে বুধবার দিন ধার্য করা হয়।  এদিন আবেদনকারী নয় দম্পতি থেকে শিশুটির বাবা-মা বাছাই করা হয়।

এর আগে শিশু ফাতেমার প্রকৃত বাবা-মাকে খুঁজে পাওয়া যায়নি উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক আবু সাঈদ।

প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, আদালতের নির্দেশে বিমানবন্দরের ওইদিনের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়।  এতে শিশুটির প্রকৃত বাবা-মাকে শনাক্ত করা সম্ভব হয়নি।

  শিশুটির বাবা-মা দাবি করে কেউও লিগ্যাল নোটিশও দেয়নি।  এছাড়া শিশুটি হারিয়ে গেছে মর্মে বিমানবন্দর থানায় কেউও জিডিও করেনি।

গত ২৫ জুলাই ঢাকার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান ফাতেমার প্রকৃত বাবা-মাকে খুঁজে বের করার নির্দেশ দেন।  সেদিন তিনি ৯ আগস্টের মধ্যে শিশুটির প্রকৃত বাবা-মাকে খুঁজে বের করার দিন নির্ধারণ করেন।

  প্রকৃত বাবা-মাকে খুঁজে না পাওয়া গেলে শিশুটিকে নিতে আগ্রহী কোনো দম্পতিকে বাছাই করে দায়িত্ব বুঝিয়ে দেয়ার কথাও জানানো হয়।

ওইদিন নয় দম্পতি শিশুটিকে নিতে আদালতে আবেদন করেন।  তাদের মধ্যে সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, আইনজীবী ও বিমান বাহিনীর কর্মকর্তাও রয়েছেন।

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে