বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭, ০৭:৪১:৩২

হামলা নিয়ে যা বললেন ইমরান এইচ সরকার

হামলা নিয়ে যা বললেন ইমরান এইচ সরকার

নিউজ ডেস্ক : রাজধানীর শাহবাগে সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগ কর্তৃক হামলার শিকার হয়েছেন গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমনের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী হকিস্টিক ও লাঠিসোটা দিয়ে ইমরানকে পিটিয়ে রক্তাক্ত করে।

হামলার পরপরই একাধিক ফেসবুক স্ট্যাটাসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইমরান। নিচে তা হুবহু তুলে ধরা হলো:

‘বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম চলাকালে শাহবাগে আমাদের উপর লাঠিসোটা নিয়ে একদল সন্ত্রাসীর হামলা। আমরা এখন শাহবাগ থানায়। বেশ কয়েকজন আহত।

হামলার সময় লাঠিসোটা, ইট, কাঠ, পাথর ব্যবহার করা হয়েছে। হামলাকারীরা বলছিল, দেশে কিসের বন্যা? তোরাই বন্যার গল্প বানাইছিস। পরে জনতার ধাওয়ায় সন্ত্রাসীরা পালিয়ে গেছে। আমাদের কর্মী রিয়াজ, সোহাগ, রকিসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

দেশে কি এমন অবস্থা হয়ে গেল যে, মানুষ বন্যায় ভেসে গেলেও কিছু করা যাবে না, বলা যাবে না? মানুষ বানের জলে মারা যাচ্ছে এটা বললেও হামলা হবে??’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে