ঢাকা: ঢাকার রাস্তা থেকে নিজের ক্যামেরায় এই ছবিটি বন্দি করেছেন অভিনেতা মাহাদি হাসান পিয়াল। ছবিটিতে দেখে যা বোঝা যাচ্ছে- একটি শিশু কন্যা গাড়ির একেবারে পেছনের সিটে দাঁড়িয়ে আছে। অভিনেতা মাহাদি এই ছবিটি নিজ ফেসবুক অ্যাকাউন্টে আপ করে ক্যাপশনে লিখেছেন- ‘এতটুকুন বসবার জায়গা নেই এতটুকুন একজন গৃহ পরিচারিকার। হায় রে মানবজাতি হায় রে বিবেক’।
১৪ ঘণ্টা পূর্বে আপ করা অভিনেতা মাহাদির এই ছবিটি ফেসবুকে ছড়াতে থাকে। ছবিটি শেয়ার করেছেন অভিনয় সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়াও আরও অনেকে।
অবশ্য অভিনেতা মাহাদির উক্ত পোস্টের নিচে সাইদুর ইমন নামক একজন কমেন্ট করেছেন- ‘না জেনে স্ট্যাটাস দেবেন না, বিষয়টি অন্যরকমও হতে পারে’। প্রতিউত্তরে মাহাদি কমেন্ট করেছেন- ‘দেখে বুঝে দিয়েছি’।
মাহাদি তার কমেন্ট বক্সে যেসব কমেন্ট করেছেন, সেখান থেকে জানা যায় যে- এই ছবিটি তোলার সময় সেখানে আট মিনিট দীর্ঘ ট্র্যাফিক জ্যাম ছিল।
এটি তো গুজবও হতে পারে। কিন্তু অভিনেতা মাহাদির কমেন্ট অনুযায়ী- তার দিক থেকে এই বিষয়ে কোনো দ্বিধা নেই।
বিষয়টি সম্পর্কে খতিয়ে দেখতে যোগাযোগ করেছিল অভিনেতা মাহাদি হাসান পিয়ালের সঙ্গে। তিনি বলেন- ‘আজমপুর থেকে জসিমউদ্দিন মোড় পর্যন্ত যাওয়ার সময় যে জ্যামটি থাকে, ছবিটি সেখান থেকে তোলা’।
প্রশ্ন ছিল, অনেকেই এটাকে গুজব বলছে আপনার কমেন্টে, কিন্তু আপনি বলেছেন যে এ বিষয়ে আপনার কোনো দ্বিধা নেই...
এ প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘দেখে বোঝা যাচ্ছিল ওরা মূলত কোনো বিয়ের প্রোগ্রামে যাচ্ছিল। সবার সাজগোজ সে রকমই ছিল। এমন কি ছবিতে যে শিশু দেখা যাচ্ছে, ওর গায়েও নতুন জামা। কিন্তু ওকে কেউ সিটে বসিয়ে নিচ্ছে না। কোলেও নিচ্ছে না’।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস