নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রীদের পোশাকের বিষয়ে জন্য নতুন একটি নির্দেশনা দিয়েছে হল কর্তৃপক্ষ। ওই নোটিশে আবাসিক ছাত্রীদের অশালীন পোশাক পরতে নিষেধ করা হয়েছে।
বিশেষ করে সালোয়ারের ওপর গেঞ্জি পরা যাবে না বলে নোটিশে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, হলের ভেতর দিনে কিংবা রাতে কখনোই ছাত্রীদের অশালীন পোশাক (সালোয়ারের ওপর গেঞ্জি) পরা যাবে না। এ পোশাকে হলের কার্যালয়ে কোনো কাজের জন্য ঢোকা যাবে না। কেউ যদি তা করেন, তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হল কর্তৃপক্ষ বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস