নিউজ ডেস্ক : নাম দেবরাজ। মালিকের থেকে প্রায় এক ফুট উঁচু গরুটিকে তোলা হয়েছে রাজধানীর গাবতলীর গরুর হাটে। দাম চাওয়া হচ্ছে ১৫ লক্ষ টাকা।
দেবরাজের পাশেই দাড়িয়ে যাবর কাটছে বাদশা। লাল রঙের গরুটিরও দাম চাওয়া হচ্ছে দেবরাজের দামের সমান।
কুষ্টিয়ার কুমারখালি থেকে আসা কয়েকজন গরু ব্যবসায়ী দেবরাজ এবং বাদশার সঙ্গে আরো বেশ কিছু গরু নিয়ে রাজধানীতে এসেছেন কোরবানি ঈদ সামনে রেখে ভালো দাম পাবার আশায়।
এক ব্যবসায়ী বলেন, ‘আমাদের কাছে যে গরুগুলো আছে তার মধ্যে সর্বনিম্ন দাম আট লাখ টাকা।
আর সর্বোচ্চ পনেরো লাখ। তবে ঢাকায় এসেছেন দুই দিন। এখনো পর্যন্ত কোন গরুই বিক্রি হয়নি। গরুর মালিকেরা জানিয়েছেন, ক্রেতারা আসছেন, দেখছেন, ঘুরে যাচ্ছেন।
কেউ কেউ দরদামও করছেন। তবে সেভাবে কিনছেন না। আর ক্রেতারা বলছেন, বুধবার থেকে এখানে গরু বেচা-কেনা শুরু হবে পুরোদমে।
এই বিক্রেতাদের সবচেয়ে আকর্ষণীয় গরু দেবরাজের দাম এতো বেশি কেনো, জানতে চাওয়া হলে এর মালিক বলেন,
‘দেবরাজকে যেভাবে লালন পালন করা হয়েছে সে হিসেবে দেবরাজের মূল্য আরো অনেক বেশি।
ক্রেতাদের দিক থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ ছয় লাখ টাকা দাম উঠেছে দেবরাজের।
এই ব্যবসায়ী আশা করছেন, তাদের সবগুলো গরুই বিক্রি করতে পারবেন। আশানুরূপ দাম পেলে আরো গরু নিয়ে আসা হবে বলেও জানান তিনি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস