শনিবার, ০২ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৩৯:৪৫

ঈদ জামাতে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান

ঈদ জামাতে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান

ঢাকা: দেশের বন্যা দুর্গতের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত এই জামাতে রাষ্ট্রপতি আবদুল হামিদসহ দেশের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনি পার হয়ে সকাল থেকেই ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন মুসুল্লিরা। দীর্ঘ লাইন ধরে তারা ঈদগাহ ময়দানে প্রবেশ করেন। এ সময় স্থান সংকুলান না হওয়ায় নামাজ আদায় করতে মুসল্লিরা রাস্তায়ও দাঁড়িয়ে যান।

নামাজে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন। এসময় তিনি দেশের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সমর্থ মুসলমানদের প্রতি আহ্বান জানান।

মোনাজাতের আগে তিনি বলেন, ‘আল্লাহর নির্দেশ রয়েছে গরীবদের পাশে দাঁড়ানোর। এবং মানবিক বিষয়টা আমাদের অন্তরে ধারণ করে আমাদের ত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা ধারণ করে আমাদের নির্দেশ দিয়েছেন বন্যার্তদের পাশে দাঁড়াতে।’

ঈদ জামাতে রাষ্ট্রপতি ছাড়াও ছাড়া মন্ত্রী-সংসদ সদস্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, বিচারপতি ও সচিব এবং বাংলাদেশে অবস্থানরত মুসলিম দেশের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে