ঢাকা: প্রতি কোরবানির ঈদের গরু নিয়ে ঘটে মজার কিংবা বেদনাদায়ক কিছু কাণ্ড। গরু কেনা, সেটিকে গাড়িতে করে কিংবা পায়ে হাঁটিয়ে বাড়ি পর্যন্ত আনা- এসবের মধ্যেই ঘটে কিছু রম্য রস্মাত্মক কিংবা হৃদয় বিদারক ঘটনা। যেমন গতবার কোরবানির ঈদে দেখা গিয়েছিল- একব্যক্তি গরুর পেটের উপর বসে সেলফি তুলেছে। এরপর নাকি ঐ গরুর মাংস খেয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনার সত্য মিথ্যা যাচাই তেমন একটা হয়নি, তবে এরকমই একটি বিষয় রটেছিল সামাজিক গণমাধ্যমে। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি।
সংবাদের শীর্ষে ব্যবহৃত ছবিটি মূলত একটি রেস্তোরাঁর। দেখা যাচ্ছে একটি গরু ঢুকে পড়েছে রেস্তোরাঁর ভেতর। আশেপাশে ভাঙা কাচের টুকরা পরে থাকতে দেখে এটা অনুমেয় যে- গরুটি উক্ত রেস্তোরাঁর কাচ ভেঙে ফেলেছে। কজনকে দেখা যাচ্ছে গরুটিকে বের করে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
টুপি ও পাঞ্জাবী পরিহিত ব্যক্তি গরুটিকে টেনে বের করার চেষ্টা করছেন প্রাণপনে। ছবি ও এ বিষয়ক তথ্য পাওয়া গিয়েছে মোহাম্মদ শরিফুল ইসলাম নামের একজন ফেসবুক ব্যবহারকারীর পোস্ট থেকে। তার স্ট্যাটাস থেকেই জানা গিয়েছে যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে রাজধানী ঢাকার রামপুরায়।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস